14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ত্রাণের দাবীতে মাদারীপুরের মহাসড়কে অবরোধ ও বিক্ষোভ

Rai Kishori
April 20, 2020 9:56 am
Link Copied!

মোঃফরহাদ শেখ, মাদারীপুর, রাজৈর প্রতিনিধি। মাদারীপুরে ত্রাণের দাবীতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে হতদরিদ্ররা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ বিক্ষোভের পরে মানববন্ধন করেন দিনমজুর হাজার হাজার নারী-পুরুষ।
তাদের অভিযোগ, সদর উপজেলার দত্ত কেন্দুয়া ইউনিয়ন পরিষদ থেকে তিন সপ্তাহ আগে ত্রাণ দেয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেন পরিষদের কর্মকর্তারা। কিন্তু এখনো কোন ত্রাণ কিংবা খাদ্য সহায়তা দেয়া হয়নি নিন্ম আয়ের মানুষদের। বারবার ইউনিয়ন পরিষদে গিয়েও হতদরিদ্রদের ফিরে আসতে হয়েছে বলেও অভিযোগ তাদের। এমতাবস্থায় ত্রাণের দাবীতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
ঘন্টাব্যাপী বিক্ষোভের পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যানার-ফ্যাস্টুন হাতে ত্রাণের জন্য রাস্তায় নামেন শিশু-কিশোর, নারীসহ সব বয়সের মানুষ। এ সময় দ্রুত ত্রাণ সহায়তা পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা। বিক্ষোভ ও মানববন্ধন একঘন্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে সড়কে অবস্থান নেয়া নিন্মআয়ের মানুষদের সড়িয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
http://www.anandalokfoundation.com/