আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোননীত প্রার্থী ও বারবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু শহীদ মিয়ার সহধর্মীনি দেলোয়ারা বেগমের জন্য নৌকা মার্কায় ভোট চেয়ে ব্যাপক প্রচারণা করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ্যাড. জামাল হোসেন মিয়া। তার ডাকে ব্যাপক সাড়া দিচ্ছেন ভোটাররা।
বুধবার (২০ ফেব্রুয়ারী) রাত ৮টায় ইউনিয়নের কোনাগ্রাম মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এসময় জামাল মিয়া বলেন, বাংলদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা মনোনিত প্রার্থী দেলোয়ারা বেগমকে নৌকা মার্কায় ভোট দিন। নৌকার বিজয় হলে ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যহত থাকবে। তাই নৌকা মার্কায় ভোট দিন উন্নয়নে অংশ নিন।
তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়াবুর রহমানের সভাপতিত্বে নৌকা মার্কায় ভোট চেয়ে অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন, জেলা দুর্যোগ ও ত্রান বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামাল হোসেন মিয়া, তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জাকারিয়া খান খোকা, মীর সাহিদুজ্জামান রিফাত, সাধারণ সম্পাদক সিরাজ খলিফা, তালমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ কুদ্দুছ মোল্যা, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এম নাহিদুজ্জামান নাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এস.এম রফিকুল ইসলাম মিয়া, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জাকির হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা জলিল কারী, ছিদ্দিক মাতুব্বার প্রমুখ। এর আগে ইউনিয়নের মানিকনগর গ্রামসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মিটিং করেন জামাল হোসেন মিয়া।