13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

তথ্য প্রযুক্তির সুবিধা ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম দ্রুত বন্ধ করতে হবে

admin
August 16, 2015 5:44 pm
Link Copied!

নাটোর প্রতিনিধিঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বর্তমানে সরকারের তথ্য প্রযুক্তির সুবিধা ব্যবহার করে এক শ্রেণীর মানুষ যে সন্ত্রাস করছে তা দ্রুত বন্ধ করতে হবে। সাথে সাথে শিশু নির্যাতন ও সাইবার ক্রাইম বেড়েই চলেছে। এ অবস্থা নিরসনে আইন শৃংখলা বাহিনীকে কঠোর হয়ে কাজ করতে হবে।

রবিবার দুপুরে নাটোরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইন শৃংখলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এমপি, শফিকুল ইসলাম শিমুল এমপি সহ জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাবৃন্দ।

http://www.anandalokfoundation.com/