বিশেষ প্রতিবেদকঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম দেয়া শুরু করেছে আওয়ামী লীগ।
আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।
এ দিন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবাহান গোলাপের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দুই মেয়র প্রার্থী রাসেল আশেকী এবং আদম তমিজি হক।
মনোনয়ন পত্র সংগ্রহের পর সাংবাদিকদের রাসেল আশেকী বলেন, প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে এবং ঢাকা উত্তরের জনগণের উন্নয়নের জন্য কাজ করে যেতে চাই আমি।
তিনি বলেন, আমি যদি মনোনয়ন পাই এবং নির্বাচিত হই তাহলে ঢাকাকে বদলে দেব।
ঢাকার সার্বিক উন্নয়নে নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাবার প্রত্যয়ও ব্যক্ত করেন এই মনোনয়ন প্রত্যাশী।
এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী ১৬ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ তার প্রার্থীর নাম ঘোষণা করবে। এর আগে কেউই আওয়ামী লীগের প্রার্থী নন।
তিনি বলেন, নেত্রীর সিদ্ধান্ত চূড়ান্ত। আমরা নেত্রীর সঙ্গে বসবো, মনোনয়ন বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি। মনোয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৮ জানুয়ারি। যাচাই-বাছাই ২১ ও ২২ জানুয়ারি। প্রত্যাহারের শেষ তারিখ ২৯ জানুয়ারি।