14rh-year-thenewse
ঢাকা

ঢাকায় রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা

desk
April 6, 2025 6:16 pm
Link Copied!

ভগবান বিষ্ণুর সপ্তম অবতার মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি শুভ রামনবমী উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

রবিবার (৬ এপ্রিল) ঢাকার রাম সীতা মন্দির প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি  শুরু হয়ে দয়াগঞ্জ মোড় ঘুরে জয়কালী  মন্দির মোড়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় সহস্রাধিক  রামভক্ত অংশ নেন।

আলোচনায় গোবিন্দ চন্দ্র প্রামানিক বলেন, প্রতিবেশীর প্রতি দায়িত্ব কর্তব্য ও প্রজার প্রতি রাজার ন্যায়পরায়নতার শিক্ষা আমরা রামায়ন থেকে পাই। বর্তমান সময়ে আমরা প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে ন্যায্যতা ও সমতা  বজায় রেখে সুস্পর্ক চাই।

http://www.anandalokfoundation.com/