ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিংমলে রোববার এক বন্দুকধারীর হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং বহু লোক আহত হয়েছেন।
পুলিশের জানিয়েছে, কোপেনহেগেনের কেন্দ্র ও বিমানবন্দরের মধ্যে আমাগার ডিস্ট্রিক্টে ফিল্ডস নামের ওই শপিংমলের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চিফ পুলিশ ইন্সপেক্টর সোরেন থমাসেন বলেন, হামলায় ৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক।
এ ঘটনায় পুলিশ ২২ বছর বয়সি এক ডেনিস যুবককে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছে। তবে তার পরিচয় উল্লেখ করা হয়নি।