নিজস্ব প্রতিবেদকঃ ৫৭ ধারার বিকল্প নতুন ‘ডিজিটাল সিকিউরিটি আইন’ মত প্রকাশের ক্ষেত্রে আরো ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন মানবাধিকারকর্মী, আইনজীবী ও সাংবাদিকরা।
বাংলাদেশে সাইবার অপরাধ মোকাবিলার জন্য ‘ডিজিটাল সিকিউরিটি আইন’ নামে নতুন একটি আইনের খসড়া প্রকাশ করেছে সরকার। বুধবার আইনমন্ত্রীর সভাপতিত্বে কয়েকজন সংশ্লিষ্ট মন্ত্রীকে নিয়ে এটি চূড়ান্ত করেন। এরপর তারা বলেছেন নতুন এ আইন পাশ হলে বহুল বিতর্কিত তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বিলুপ্ত হবে।
কিন্তু মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের অনেকেই বলছেন, নতুন এ প্রস্তাবিত আইন ৫৭ ধারার চেয়ে কঠোর ও এটি নাগরিকদের বাক স্বাধীনতা আরো সংকীর্ণ করবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলছেন সাইবার অপরাধ মোকাবিলার জন্যই সরকার এমন একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে। তিনি বলেন সামাজিক যোগাযোগের মাধ্যম ও অন্যান্য সাইবার যন্ত্রের মাধ্যমে যেসব অপপ্রচার চালানো হয় তা সাধারণ অপপ্রচারের চেয়ে বেশি প্রভাব ফেলে। তবে নতুন এ আইনে মানুষের ব্যক্তি স্বাধীনতার বিষয়টি বিবেচনায় রাখা হবে।
তবে মানবাধিকারকর্মীরা বলছেন নতুন এ আইন প্রণয়ন করা হলে এটি জনগণের বাকস্বাধীনতাকে সংকুচিত করবে। সে ক্ষেত্রে ৫৭ ধারা বাতিল হলেও তাতে কোন লাভ হবে না বলে ধারণা করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। তিনি বলছেন ৫৭ ধারায় যে বিষয়গুলো উল্লেখ ছিল তা ভিন্নভাবে ‘ডিজিটাল সিকিউরিটি আইনে’ অর্ন্তভুক্ত করা হয়েছে। জ্যোতির্ময় আরো বলেন এখন যেভাবে জনগণের বাকস্বাধীনতা যেভাবে সংকুচিত তা আরো রহিত হবে ছাড়া আর কিছুই হবে না।
সাংবাদিকদের অনেকেই মনে করেন এ নতুন আইনে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যম ও ইন্টারনেটের মাধ্যমে বাকস্বাধীনতায় আরো ভয় তৈরি হবে। সবচেয়ে বেশি চাপ তৈরি হবে সংবাদমাধ্যমের উপর বলে মন্তব্য করেছেন বেসরকারি একটি টেলিভিশনের বার্তা প্রধান । তিনি বলেন রাষ্ট্রের বিরোধিতা ও সরকারের বিরোধিতা এক নয়। আমাদের বর্তমান সরকার মনে করেন সরকারের বিরোধিতা করা মানে রাষ্ট্রের বিরোধিতা করা। সুতারাং সরকারের সুবিধামত যদি আইন পাশ করা হয় তা জনগণের বাকস্বাধীনতা ক্ষুন্ন করবেই।
তবে জুনায়েদ আহমেদ পলক বলেন এটি আইনমন্ত্রী আরো পর্যালোচনা করে মন্ত্রিপরিষদে প্রেরণ করবেন। আগামী শীতকালীন অধিবেশনে এটি পাশ হবে বলে আশা করা যাচ্ছে।