রোববার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে গণমাধ্যম যে পরিমাণ স্বাধীনতা ভোগ করে পৃথিবীর অনেক দেশেও এত স্বাধীনতা নাই। সব নাগরিকের ডিজিটাল নিরাপত্তা দেয়ার জন্যই ডিজিটাল সিকিউরিটি আইন করা হয়েছে। ডিজিটাল সিকিউরিটি আইনের যেন অপব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
এদিকে, দেশে ভারতীয় ছবি আমদানিতে সম্মত হয়েছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। তবে এক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে তারা। এদিন তথ্যমন্ত্রীর কাছে এ সংক্রান্ত প্রস্তাবনা উপস্থাপন করেন তারা। পরে ড. হাছান মাহমুদ জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে এসব শর্ত বা দাবির বিষয়ে আলোচনা করা হবে।
মন্ত্রী বলেন, আগের চেয়ে বাংলাদেশের চলচ্চিত্র অনেক ভালো হচ্ছে। তবে সপ্তাহজুড়ে সিনেমা হলভর্তি দর্শক নিয়ে ছবি চালানোর মতো অবস্থা এখনও হয়নি। তাই এক্ষেত্রে এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাই একমত হওয়ায় দর্শকদের সিনেমা হলমুখী করতে ভারতীয় হিন্দি ছবি আমদানি করে সেটি প্রদর্শনের সিদ্ধান্ত নেয়া হবে।
ড. হাছান মাহমুদ বলেন, শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে ভারতীয় হিন্দি ছবি প্রদর্শনের ব্যবস্থা করা হবে। তবে অবাধে আমদানি না করে নির্দিষ্ট পরিমাণ ছবি আমদানি করা হবে।