13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত 

Link Copied!

মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৪ পালিত হয়েছে।
আজ  বুধবার ( ১৭ এপ্রিল)  সকাল ১০ টায় উপজেলা হলরুমে আলোচনা সভার মধ্যে দিয়ে  ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়।
নবগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহাদেব বাড়ৈর সঞ্চালনায়, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ আফরোজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের অধ্যক্ষ ড.লুৎফর রহমান, ডাসার থানার অফিসার ইনচার্জ এস. এম শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন,উপজ উপজেলা প্রাথমিক সহকারী অফিসার আবুল কালাম ডাসার থানার অফিসার ইনচার্জ এস. এম শফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম হাওলাদার,ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন  শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন – ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস,বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে অবিস্মরণীয় দিন।১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর  মহকুমার  বৈদ্যনাথতলার আম্রাকাননে স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।এ অনুষ্ঠানে ঘোষিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিলে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র।এই দিন থেকে এই স্থানটি মুজিবনগর নামে পরিচিতি লাভ করে।বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনা ও স্বদেশে ভূমি থেকে পাকিস্তান হানাদার বাহিনীকে বিতাড়িত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত ও নির্দেশিত পথে মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের লক্ষে একটি  স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ সরকার গঠন করা হয়।এই সরকার গঠনের ফলে বিশ্ববাসী স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামরত বাঙালিদের প্রতি সমর্থন ও সহযোগিতার হাত প্রসারিত করেন।আমাদের মুক্তিযুদ্ধের  ইতিহাসে মুজিবনগর সরকারের গুরুত্ব ও অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।
http://www.anandalokfoundation.com/