মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন জায়গায় ডাকাত আতংক দেখা গেছে। ডাকাত আতংকে মসজিদে মসজিদে মাইকিংও করা হয়েছে। তবে কোথাও কোন ডাকাতির ঘটনার খবর পাওয়া যায়নি।
সোমবার (১০ মার্চ) দিবাগত গভীর রাত থেকে আজ মঙ্গলবার (১১ মার্চ) সকাল পর্যন্ত এলাকাবাসী জেগে পাহারা দেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী বিভিন্ন এলাকায় পাহারা ও টহল দেন।
তবে এই ঘটনার কোন সত্যতা পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় রাত ১২ টার পর থেকে ডাকাত আতংক দেখা দেয়।
প্রথমে কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের খাসেরহাট এলাকায় ডাকাত আতংক দেখা দেয়। পরে তা দ্রুত পুরো কালকিনি ও ডাসার উপজেলাজুড়ে ছড়িয়ে পরে। এসময় বিভিন্ন এলাকার মসজিদগুলোতেও ডাকাত আতংকে মাইকিং করা হয়।
পরে বিভিন্ন এলাকাবাসী লাঠিসোটা নিয়ে রাত জেগে পাহারা দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গুরুতপূর্ণ এলাকায় পাহারা দেয় এবং রাতে টহল বাড়িয়ে দেয়। তবে জেলায় কোথাও কোন ডাকাতির খবর পাওয়া যায়নি।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, রাতে এই ধরণের খবর পাওয়ার পর বিভিন্ন এলাকায় পুলিশ ও সেনাবাহিনী যান। তবে কোথাও কোন ডাকাতির খবর পাওয়া যায়নি। কেউ হয়তো আতংক ছড়ানোর জন্য এই কাজ করেছে। পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে, কে এই আতংক ছড়ালো তাকে খুজে বের করার চেষ্টা করছে।