14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে পাওয়া গেল ঠাকুরগাঁও এর করোনা রোগী

Rai Kishori
April 22, 2020 10:11 am
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে থেকে মর্জিনা আক্তার ববিতা (২২) নামে এক করোনা রোগীকে পাওয়া গেছে। সে ঠাকুরগাঁও থেকে এসেছে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে তার করোনা পরিক্ষায় রিপোর্ট পজেটিভ এসেছে।

পঞ্চগড় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনের সমন্বিত প্রচেষ্টায় ববিতাকে ২১ এপ্রিল রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়েছে।

পঞ্চগড় জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলার পৌর এলাকার টিকাপাড়ার গালিবের স্ত্রী ববিতার করোনা উপসর্গ থাকায় ১৮ এপ্রিল ববিতার নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠায় ঠাকুরগাঁও স্বাস্থ্য বিভাগ। ঠাকুরগাঁও স্বাস্থ্য বিভাগ ববিতাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পরামর্শ দেয়। সে রংপুর না গিয়ে পঞ্চগড় জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কহরুহাট গ্রামে বাবা মফিজুল ইসলামের বাড়িতে চলে আশে। পরে ২১ এপ্রিল (মঙ্গলবার) বিকালে সে ইজিবাইকে করে পঞ্চগড় শহরের ডক্টরস্ প্যাথলজীতে আল্ট্রাসনোগ্রাম করে। সেখান থেকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নিতে অপারগতা প্রকাশ করলে প্রায় দুই ঘণ্টা ইজিবাইকে রাস্তায় বসে থাকে।

এদিকে ২১শে এপ্রিল রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ববিতার করোনা পরিক্ষায় রিপোর্ট পজেটিভ আসার পরেই ঠাকুরগাঁও স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন থেকে খোঁজা শুরু হলে তার খোঁজ মেলেনি। পরে তারা পঞ্চগড় জেলা প্রশাসনকে বিষয়টি জানায়। পঞ্চগড় জেলা প্রশাসন খোঁজা শুরু করলে জানতে পারে বাবার বাড়ি এসেছে এবং খোঁজ পায়।

ববিতাকে পাওয়ার পর পরেই ডক্টরস্ প্যাথলজীর পরিচালক ও নার্সসহ চার জন কর্মচারী এবং ইজিবাইক চালকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে। এবং ডক্টরস প্যাথলজী ও ববিতার বাবার বাড়ি ইতিমধ্যে লাল পতাকা টাঙ্গিয়ে লকডাউন করে দিয়েছে জেলা প্রশাসন।

http://www.anandalokfoundation.com/