আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বহিস্কৃত আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্যের আয়োজনে চেয়ারম্যানদের সংবর্ধনা ও নবীন বরন অনুষ্ঠানে গেলেন না চার চেয়ারম্যান। চেয়ারম্যানরা অনুষ্ঠানে না যাওয়ার কারণে অনুষ্ঠানটি পন্ড হয়ে যায়। বৃহস্পতিবার সকালে উপজেলার যাদুরানী আদর্শ মহাবিদ্যালয় মাঠে নবীব বরন ও চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে হরিপুর উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত নেতা একেএম শামীম ফেরদৌস টগর ও ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম।
চার চেয়ারম্যানরা হলেন; গেদুড়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, আমগাঁও ইউপি চেয়ারম্যান শামসুল হুদা তালুকদার, ডাঙ্গীপাড়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি ও ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ দবিরুল ইসলাম, বহিস্কৃত নেতা ও যাদুরানী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ একেএম শামীম ফেরদৌস টগর, বহিস্কৃত নেতা জামাল উদ্দীন সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ব্যানের চার চেয়ারম্যানের নাম বিশেষ অতিথি হিসেবে থাকলেও তাঁরা কেউ আশেনি। এমনকি অনুষ্ঠানে হরিপুর উপজেলা আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগের নেতা-কর্মী কেউ অংশ নেয়। এ কারণে অনুষ্ঠানটি পন্ড হয়ে যায়। জানা যায়, গত উপজেলা নির্বাচনে হরিপুর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল এবং বিএনপি মনোনীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন নুরুল ইসলাম । এছাড়াও এ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন একেএম শামীম ফেরদৌস টগর। উপজেলা নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর কারণে আওয়ামী লীগ নির্বাচনে পরাজিত হয়। এ কারণে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক শামীম ফেরদৌসকে হরিপুর উপজেলা আওয়ামী লীগ থেকে বহিস্কৃত করা হয়। হরিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, যাদুরানী আদর্শ মহাবিদ্যালয় মাঠে দলীয় চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বহিস্কৃত নেতা ও স্থানীয় সংসদ সদস্য। এ কারণে দলীয় চেয়ারম্যান সহ আওয়ামী লীগের কোন নেতা-কর্মী সে অনুষ্ঠানে অংশ নেয়নি। হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল বলেন, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয় শামীম ফেরদৌস টগর। এ কারণে দল থেকে তাকে বহিস্কৃত করা হয়। আর সে বহিস্কৃত নেতাই আজ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। তিনি আরও বলেন, এ অনুষ্ঠান বিষয়ে উপজেলা আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দকে আমন্ত্রন করা হয়নি। এ কারণে সকল নেতৃবৃন্দ এ অনুষ্ঠান বর্জন করেছেন। অনুষ্ঠানে কেন যায়নি এ বিষয়ে চেয়ারম্যান আব্দুল হামিদ, শামসুল হুদা তালুকদার, মনিরুজ্জামান মনি ও চেয়ারম্যান শাহজাহান বলেন, দলের সিদ্ধান্তের বাইরে কেউ যেতে পারেনা। এছাড়া অনুষ্ঠানটি দলীয় কোন নেতা-কর্মীকে আমন্ত্রন করা হয়নি। এ কারণে তাঁরা ঐ অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি।