14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন

admin
July 12, 2016 5:07 pm
Link Copied!

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বৃহৎ বেসরকারি রাণীশংকৈল ডিগ্রী কলেজকে জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে কলেজ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রাণীশংকৈল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পূর্বের জায়গায় এসে শেষ হয়।

পরে কলেজের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় ওই কলেজের শিক্ষক, এলাকাবাসী সহ প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এসময় বক্তব্য দেন, কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম, শিক্ষক শফিকুল আলম, প্রশান্ত বসাক, তাহের হোসেন, শেফালি বেগম প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবী রাণীশংকৈল ডিগ্রী কলেজকে জাতীয়করণ করা । তাই দ্রুত ওই কলেজকে জাতীয়করণের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন তাঁরা।

http://www.anandalokfoundation.com/