14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পকে আইনের শাসনের শত্রু বললেন বিচারপতি হে ফ্যান

admin
February 8, 2017 1:18 pm
Link Copied!

নিউজ ডেস্কঃ চীনের সুপ্রিম কোর্টের শীর্ষ পর্যায়ের বিচারপতি হে ফ্যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আইনের শাসনের শত্রু বলে আখ্যায়িত করেছেন। মার্কিন বিচার বিভাগের ওপর হামলার কারণে তিনি ট্রাম্পকে এ ধরনের আখ্যা দিলেন।

চীনের সামাজিক যোগাযোগের মাধ্যম উইচ্যাটে নিজস্ব পেইজে হে ফ্যান সম্প্রতি এ মন্তব্য করেছেন। গত মাসে চীনা আদালতের একজন বিচারককে দুষ্কৃতকারী চক্র হত্যা করার পর ট্রাম্প চীনের বিচার বিভাগের সমালোচনা করেন। ট্রাম্পের ওই সমালোচনার জবাবে ফ্যান বলেছেন, একজন প্রেসিডেন্ট যিনি বিচারকদের সমালোচনা করেন আর যেসব গুণ্ডা একজন বিচারককে হত্যা করে- এরা সবাই আইনের শাসনের শত্রু।

বিচারপতি ফ্যান আরো বলেন, যে দেশ বিশ্বের সবচেয়ে বেশি গণতান্ত্রিক এবং আইনের শাসনের দেশ বলে নিজেকে দাবি করে সেই দেশের প্রেসিডেন্ট যখন বিচারকদের বকাবকি করেন তখন তিনি আত্মসম্মানহীন একজন নিপীড়ক ছাড়া আর কিছুই নন।

গত ৩ ফেব্রুয়ারি আমেরিকার সিয়াটেলের বিচারক জেমস রবার্ট মুসলিম বিরোধী ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত করে দিয়েছেন। তারপর ওই বিচারকের বিরুদ্ধেও ক্ষিপ্ত হয়েছেন ট্রাম্প। তিনি বিচারক রবার্টের সিদ্ধান্তকে হাস্যকর বলে উড়িয়ে দেন এবং তার স্থগিতাদেশ উল্টিয়ে দেবেন বলে হুমকি দেন।

http://www.anandalokfoundation.com/