14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

লোহা বোঝাই ট্রাকে বিজয় সেনের পা কাটার মূল্য ৫০ হাজার টাকা

Brinda Chowdhury
January 18, 2020 3:38 pm
Link Copied!

দি নিউজ ডেস্কঃ চট্টগ্রাম সীতাকুণ্ডে বিবিসি স্টিল নামক একটি শিপ ইয়ার্ডের লোহা বোঝাই ট্রাক দুর্ঘটনায় বিজয় সেন নামে এক ছেলের দুটি পা কেটে ফেলতে হয়। বিবিসি স্টিল শিপইয়ার্ডের মালিক রাজা কাসেম বিজয়ের চিকিৎসার জন্য মাত্র ৫০ হাজার টাকা দেন।

২০১১ সালের অক্টোবর মাসে বিবিসি স্টিল নামক একটি শিপ ইয়ার্ডের লোহা বোঝাই ট্রাক এক্সিডেন্টে দুটি পা কেটে ফেলতে হয় বিজয়ের।

জানা যায়, চট্টগ্রামের শীতাকুন্ড উপজেলার ৭নং কুমিরা ইউনিয়নের বড় কুমিরা জেলে পাড়া গ্রামের জেলে তান সেনের ছেলে বিজয় সেন।

বিবিসি স্টিল শিপইয়ার্ডের মালিক রাজা কাসেম বিজয়ের চিকিৎসার জন্য প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা অনুদান দেন। কিন্তু এলাকাবাসী বিজয়ের ভবিষ্যতের কথা ভেবে কিছু একটা করার দাবি জানালে বিবিসি স্টিল শিপইয়ার্ডে জেলে প্রতিনিধি ও শিপইয়ার্ড কর্তৃপক্ষের মধ্যে একটি বৈঠক হয়। সে বৈঠকে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

সেদিন বৈঠকে রাজা কাশেম জেলেদের প্রতিশ্রুতি দেন এই সড়কে যে আটটি শিপইয়ার্ডের মালামাল বহন করা হয়ে থাকে সেগুলো থেকে এক লক্ষ করে মোট ৮ লক্ষ টাকা সংগ্রহ করে শিশুটির ভবিষ্যতের জন্য দেয়া হবে। এই আশ্বাসের প্রেক্ষিতে জেলেরা শান্ত হয়। দুঃখজনক হলেও সত্য যে, ২০১১ সালের অক্টোবরে ঘটনাটি ঘটলেও আজও সেই আট লক্ষ টাকা শুধুমাত্র প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ রয়ে গেছে।

বিজয়ের মা-বাবা রাজা কাশেমের কাছে টাকার জন্য গেলে রাজা কাশেম বৈঠকে উপস্থিত প্রতিনিধিদের কাছে যেতে বলেন। প্রতিনিধিদের কাছে গেলে তারা নানান টালবাহানায় ঘুরাতে থাকেন। এক পর্যায়ে নিরাশ হয়ে শিপইয়ার্ড মালিক রাজা কাশেম ও স্থানীয় প্রতিনিধিদের কাছে যাওয়া বন্ধ করে দেন বিজয়ের পরিবার। এখন পুনরায় বিজয় সেনের পায়ে ইনফেকশন শুরু হওয়ায় তার পরিবারে আতঙ্ক বিরাজ করছে। তাঁরা ভাবছেন রাজা কাশেমের প্রতিশ্রুত সেই টাকাটা পেলে পুনরায় বিজয়ের চিকিৎসা করাবেন।

শুধুমাত্র গরীব জেলে পরিবারে জন্মগ্রহণই কি বিজয়ের মহা পাপ? *আপনার একটি শেয়ারই হয়তো বিজয়কে ন্যায় বিচার পেতে সহায়তা করবে।

http://www.anandalokfoundation.com/