14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় ট্রাকের ধাক্কায় দিপু নিহত

Rai Kishori
April 20, 2020 1:36 pm
Link Copied!

মো. আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ট্রাকের ধাক্কায় দিপু (২৬) নামে একজন পথচারী নিহত হয়েছেন।

আজ সোমবার সকালে উপজেলার কালাবর ব্রিজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত পথচারী উপজেলার পাটিআমলায় গ্রামের নিতাই চন্দ্রের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ওই পথচারী নজিপুর-ধামইরহাট আঞ্চলিক মহাসড়কের আটিআমলাই কালাবর ব্রিজ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ধামইরহাটগ্রামী একটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দেয়।

স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত জানান, ঘাতক ট্রাক ও নিহতের লাশ থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে।।

http://www.anandalokfoundation.com/