14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে টিসিবি’র পণ্য সন্দেহে ২৮ বস্তা চিনি ও ৮ বস্তা ছোলা জব্দ

Rai Kishori
April 20, 2020 11:02 pm
Link Copied!

মাহফুজার রহমান মাহফুজ,  ফুলবাড়ী, কুড়িগ্রাম, প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের খড়িবাড়ি বাজারের দুটি মুদির দোকান থেকে টিসিবির পণ্য সন্দেহে ২৮ বস্তা চিনি ও ৮ বস্তা ছোলা জব্দ করেছে উপজেলা প্রশাসন।
২০ এপ্রিল (সোমবার) বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোছা: মাছুমা আরেফিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নবীউল হাসান জানান, অভিযানের খবর পেয়ে দোকানদার মুকুল মিয়া দোকান খোলা রেখে পালিয়ে যান। এসময় দোকানের গোডাউন থেকে ২০ বস্তা চিনি ও ৮ বস্তা ছোলা জব্দ করা হয়। পরে একই বাজারের একরামুল হক নামে অপর এক ব্যক্তির দোকান থেকে আরও ৮ বস্তা চিনি জব্দ করা হয়।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোছা: মাছুমা আরেফিন জানান, মালামালগুলো টিসিবি’র পণ্য কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে যেহেতু অভিযোগ পাওয়া গেছে সেহেতু মালামালসহ ওই গোডাউন সিলগালা করা হয়েছে। অভিযুক্ত দোকানদারের বিরুদ্ধে থানায় মামলা করার জন্য সংশ্লিষ্ট ট্যাগ অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।
http://www.anandalokfoundation.com/