14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীর তুরাগ নদীর তীরে প্রথম দিনেই এজতেমায় লাখো মুসল্লি

Brinda Chowdhury
January 11, 2020 8:13 am
Link Copied!

কনকনে শীত আর নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থায় টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তবলীগ জামাতের ৫৫তম বিশ্ব এজতেমা। এবারের বিশ্ব এজতেমার প্রথম পর্বে মাওলানা জোবায়েরের অনুসারী আলেম-ওলামা কওমিপন্থী তবলীগের লাখ লাখ মুসল্লি অংশ নিয়েছেন। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী প্রথম ধাপের এজতেমা। প্রথমপর্বের পর আগামী ১৭ জানুয়ারি হতে শুরু হবে দ্বিতীয় পর্বের বিশ্ব এজতেমা। দ্বিতীয় ধাপের এজতেমায় মাওলানা সা’দ কান্ধলভী অনুসারী ওয়াসেকুল ইসলামের তবলীগ অনুসারীরা অংশ নেবেন। বিশ্ব এজতেমা উপলক্ষে টঙ্গীতে মুসল্লিদের ঢল নেমেছে। প্রথমপর্বে এজতেমা ময়দান পূর্ণ হওয়ায় মুসল্লিরা ময়দান পার্শ্ববর্তী কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাথ এবং আশপাশের খালি জায়গায় অবস্থান নিয়েছেন।

এবারের বিশ্ব এজতেমায় যোগ দিতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি নানা বিড়ম্বনা উপেক্ষা করে শুক্রবার টঙ্গীর এজতেমা ময়দানে ছুটে আসেন। এদিন জুমাবার হওয়ায় সকাল থেকেই টঙ্গী ও আশপাশ এলাকার লাখো মুসল্লির ঢল নামে টঙ্গীর তুরাগ তীরে। এজতেমা মাঠে জুমার নামাজে অংশ নিতে এজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও অনেক মুসল্লি আগেই এজতেমাস্থলে এসেছেন। নামাজের আগেই ইজতেমার পুরো প্যান্ডেল ও ময়দান কানায় কানায় ভরে যায়। প্যান্ডেলের নিচে জায়গা না পেয়ে মুসল্লিরা অবস্থান নেন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের সড়ক, গলি ও ফুটপাথগুলোর ওপর। এজতেমা ময়দান এবং এর আশপাশ এলাকায় যতদূর দৃষ্টি যায় শুধু পাঞ্জাবি আর টুপিপরা মানুষ আর মানুষ। এজতেমার এ পর্বে যোগ দিতে দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা জামাতবদ্ধ হয়ে দলে দলে কনকনে শীত, কুয়াশা আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে বাস, ট্রাক, প্রাইভেটকার, পিকআপ, ট্রেন, লঞ্চ ইত্যাদি যানবাহনে করে গত মঙ্গলবার থেকে ময়দানে এসেছেন। আখেরি মোনাজাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত মুসল্লিদের এ ঢল অব্যাহত থাকে। মুসল্লিদের আসা এখনও অব্যাহত রয়েছে। আগত দেশ-বিদেশের মুসল্লিদের পদচারণায় শিল্পশহর টঙ্গী এখন যেন ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে।

শুক্রবার প্রথম দিনে বাদ ফজর থেকে আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব এজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার বাদ আছর থেকে জোবায়ের অনুসারীদের বিশ^ এজতেমার বয়ান শুরু হয়েছে। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের তিন দিনব্যাপী বিশ্ব এজতেমা শেষ হবে। অন্যান্য বছরের ন্যায় এবারও উপস্থিত লাখ লাখ মুসল্লির উদ্দেশে যথারীতি তবলিগের ৬ উসুল অর্থাৎ কালেমা, নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, সহীহ নিয়ত ও তবলিগ ইত্যাদি বিষয়ে আমবয়ানের মাধ্যমে এজতেমার প্রথম পর্বের তিনদিনের কার্যক্রম শুরু হয়।

http://www.anandalokfoundation.com/