স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ধানের বিচালী বোঝাই পাওয়ার টিলার উল্টে ঝিনাইদহের কালীগঞ্জে হেলাল উদ্দিন (৩৫) নামের এক পাওয়ার টিলার চালক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে রাশেদুল ইসলাম নামের আরো একজন। নিহত হেলাল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে।
শনিবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের কাশিপুর বেদে পাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার এসআই আবুল খায়ের জানান, কালীগঞ্জ থেকে পাওয়ার টিলারে ধানের বীচালি বোঝাই করে হেলাল উদ্দিন জীবননগরের খয়েরহুদা গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে কাশিপুর নামকস্থানে একটি ট্রাক পাওয়ারটিলারকে ধাক্কা দিলে রাস্তার পাশে উল্টে যায় হেলাল উদ্দিন ও রাশেদুল ইসলাম আহত হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করে। আর আহত রাশেদুল ইসলামের ২ পা ভেঙ্গে যাওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে।