14rh-year-thenewse
ঢাকা আজ সোমবার জুলাই 28, 2025
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ১ জঙ্গী, ১১ জামায়াতসহ ৩৬ জনআটক

admin
June 12, 2016 3:01 pm
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি : ১২ জুন’২০১৬ঝিনাইদহ জেলার ৬ টি উপজেলায় পুলিশের সাঁড়াশি অভিযানে ৩৬ জনকেআটক করা হয়েছে।  আটককৃতদের মধ্যে ১ নাজমূল গাজী নামের এক জঙ্গী,১১ জামায়াত ও বিভিন্ন মামলায় ২২ জন রয়েছে।ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, জঙ্গী ও  সন্ত্রাসবিরোধী সাঁড়াশী অভিযান চালিয়ে জেলার  বিভিন্ন স্থান অভিযানচালানো হয়। সেসময় জেলার ৬ টি উপজেলার বিভিন্ন স্থান থেকে ১ জঙ্গি,১১ জামায়াত ও বিভিন্ন মামলার ৩৬ জনকে আটক করা হয়ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি

http://www.anandalokfoundation.com/