13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে সবুজ গ্রাম গড়ার লক্ষে বৃক্ষরোপন কর্মসূচি

admin
August 19, 2018 6:26 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥  আসুন সবাই মিলে গাছ লাগাই, সবুজ শ্যামল গ্রাম বাঁচায় এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলার বড়মান্দারবাড়িয়া গ্রামে সবুজ গ্রাম গড়ার লক্ষে ব্যাতিক্রম বৃক্ষরোপন কর্মসূচির উদ্যোগ নিয়েছে একতা উন্নয়ণ সংগঠন নামের একটি প্রতিষ্ঠান।

এ সংগঠনটি একটি প্রতিবন্ধী শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ও অলাভজনক সেচ্ছাসেবী প্রতিষ্ঠান। বর্তমানে এ সংগঠনের সাথে ঝিনাইদহ জেলার ৩শত প্রতিবন্ধী শিক্ষার্থী যুক্ত রয়েছেন। তারা কাজ করে সমাজের বিভিন্ন উন্নয়ণ মূলক ও অধিকার আদায়ের লক্ষে।

তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় ৩য় বারের মত এবার গতকাল শনিবার বড়মান্দারবাড়িয়া গ্রামে একতা উন্নয়ণ সংগঠনের সভাপতি শাহিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস।

কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক সুমন পারভেজ। সে সময় গ্রামটিতে ২ হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপন করা হয়।

http://www.anandalokfoundation.com/