14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ভুয়া চিকিৎসকের কারাদন্ড

admin
August 9, 2017 5:46 pm
Link Copied!

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ প্রতিনিধি॥০৯জুলাই’২০১৭: ঝিনাইদহ শহরের পোষ্ট অফিস মোড়ে অসিত কুমার নামে এক ভুয়া ডাক্তারকে ৩ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে অভিযান চালিয়ে ওই ডাক্তারকে আটক করে দন্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির।

আদালত সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ রোগীদের সাথে প্রতারনা করে আসছিল অসিত কুমার। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে শহরের পোষ্ট অফিস মোড়ের নোবেল ড্রাগ হাউজে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে মেডিকেল এ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন মোতাবেক ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়। আদালতে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দন্ডিত ভূয়া চিকিৎসক শহরের বেপারিপাড়ার গৌর গোপালের ছেলে।

http://www.anandalokfoundation.com/