14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে অস্বাস্থ্যকর খোলা খাবার বিক্রি বন্ধে প্রচারাভিযান বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

Biswajit Shil
December 5, 2019 7:29 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে অস্বাস্থ্যকর খোলা খাবার বিক্রি বন্ধে প্রচারাভিযান বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে ওয়েলফেয়ার ইফোর্টস (উই) নামের একটি সংগঠন।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র প্রতিনিধি রুবাইত হাসান, খুলনা রূপান্তর সংস্থার প্রতিনিধি অসীম দাস, ঝিনাইদহ ক্যাবের সভাপতি আমিনুর রহমান টুকু, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন উই এর পরিচালক শরিফা খাতুন। এছাড়া কর্মশালায় হোটেল মালিক, ফুচকা, ঝালমুড়ি বিক্রেতাসহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা, খোলা স্থানে খাবার বিক্রির সময় সচেতনতা বৃদ্ধি, ভোজ্য তেলের পুনঃব্যবহার বন্ধ, খাবার ঢেকে রাখাসহ নানা সুপারিশ তুলে ধরেন। এছাড়াও আগামীতে জেলার বিভিন্ন স্থানে সচেতনতামুলক ক্যাম্পেইন, প্রশিক্ষণ, র‌্যালীসহ নানা কর্মসূচী পালন করা হবে বলে কর্মশালা থেকে জানানো হয়।

http://www.anandalokfoundation.com/