14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় তারুণ্যের উৎসবে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মেলা উদ্বোধন

Link Copied!

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় ও কৃষিই সমৃদ্ধি এই দুই স্লোগানে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের সপ্তাহব্যাপী তারুণ্যের উৎসবের ৫ম দিনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে যশোরের আয়োজনে ৩ দিন ব্যাপি যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারী) সকালে র‌্যালী, বেলুন উড়ানো, বিভিন্ন কৃষি স্টল পরিদর্শন ও আলোচনা সভায় যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন ঢাকার খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক কৃষিবিদ ড.ফ. ম মাহবুবুর রহমান।

তিনি তার বক্তব্যে বলেন, দেশের ক্রমহ্রায়সমান আবাদি জমি থেকে ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টি চাহিদা পূরণ বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং মহামারী করোনা অভিঘাত পরিবর্তিত দেশের জনগণের খাদ্য ও পুষ্টির ঘাটতি নিরসনে খোরপোশ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরই আগামীর কৃষির অন্যতম চ্যালেঞ্জ। উক্ত চ্যালেঞ্জ মোকাবেলা ও চলমান কৃষি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে টেকসই কৃষি প্রযুক্তি প্রদর্শনের লক্ষে আমাদের এই আয়োজন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ  দীপংকর দাস, সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সরওয়ার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মাসুমা আক্তার, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, যুব উন্নয়ন অফিসার তোফাজ্জেল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১, ঝিকরগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) টি, এম মেসবাহ উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার মইনুল ইসলাম, ইউডিএফ দুলাল পদ দেবনাথ, উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ইমদাদুুল হক ইমদাদ, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক অফিসার আবু সাঈদ, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সদস্য ও মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, ছাত্র প্রতিনিধি মাহমুদ হাসান, রবিন, আঁখি, স্মরন, রিকন আহমেদ, আলামিন, কৃষক রাফসান জামান, নারী কৃষানী তহমিনা আক্তার নিপা সহ সংশ্লিষ্ট উপ কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালানা করেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার আব্দুস সামাদ। উল্লেখ্য, তারুণ্যের উৎসবে বৃহস্পতিবারের সর্বশেষ আয়োজনে থাকবে প্রেজেন্টেশন ও কর্মশালা, সমাপনী, পুরস্কার বিতরণী ও পিঠা উৎসব, পরিশেষে বিকালে উপজেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে।

http://www.anandalokfoundation.com/