14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যশোর জেলা প্রশাসনকে পিপিই দিলো স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

Rai Kishori
April 19, 2020 2:19 pm
Link Copied!

আবুল কালাম আজাদ, যশোর :  স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের পক্ষ থেকে যশোরের জেলা প্রশাসকের কাছে দুইশ’ পিস পারসোনাল প্রটেকশন ইকুপমেন্ট-পিপিই সেট প্রদান করা হয়েছে।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফের দপ্তরে গিয়ে এ পিপিই প্রদান করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ। এসময় তার সাথে ছিলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের এপিএস কবির খান ও বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির নেতা মিজানুর রহমান খান।

ছাত্রনেতা আরিফুল ইসলাম রিয়াদ জানান, করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনকারীদের জন্য প্রতিমন্ত্রী মহোদয় এ পিপিই প্রদান করেছেন। জেলা প্রশাসক প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সেবাপ্রদানকারী সংস্থাকে এসব পিপিই পৌছে দেবেন।

http://www.anandalokfoundation.com/