14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাজনীতির ময়দানে নতুন দল জাতীয় নাগরিক পার্টি

ডেস্ক
February 28, 2025 2:50 pm
Link Copied!

বৈষম্যহীন শোষণমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে রাজনীতির ময়দানে আসছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি- এনসিপি)।

শুক্রবার (ফেব্রুয়ারি ২৮) বিকেল তিনটায় আত্মপ্রকাশ করতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি- এনসিপি)। তারাই ছাত্র-জনতার রক্তাক্ত জুলাই-আগস্টের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন।

দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন। এছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আবদুল হান্নান মাসউদকে যুগ্ম সমন্বয়ক ও সালেহ উদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক হচ্ছেন বলে জানা গেছে। মানিক মিয়া অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের শূন্যতা, গতানুগতিক রাজনৈতিক চর্চার ওপর জনগণের বিরক্তি, দীর্ঘকাল থেকে সুশাসন ও গণতন্ত্রের অভাব, বিচারহীনতার সংস্কৃতি, শোষণ-দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমৃদ্ধ রাষ্ট্রের জন্য জনগণের প্রবল আকাঙ্ক্ষা তরুণদের নেতৃত্বে গড়া নতুন এই দলটির সামনে বিপুল সম্ভবনা তৈরি করেছে।

তারা বলছেন, জনবান্ধব কর্মসূচি, অভ্যন্তরীণ ঐক্য, সঠিক কর্মকৌশল, প্রজ্ঞাবান নেতৃত্ব, সমাজের বিভিন্ন স্তরে থাকা দুর্নীতি ও জুলুমের বিরুদ্ধে ধারাবাহিক সংগ্রাম, স্বচ্ছ ও জনকল্যাণমুখী ভিন্ন ধারার রাজনৈতিক চর্চার মাধ্যমে আগামীতে এ দলটির সামনে রয়েছে জনগণের আস্থা অর্জনের সুযোগ।

এছাড়া শেখ হাসিনার দীর্ঘ স্বৈরশাসন, আওয়ামী লীগ সরকারের লুটপাট-নিপিড়ন থেকে দেশ মুক্ত করার সংগ্রামে নেতৃত্ব দেওয়ায় নতুন এ রাজনৈতিক শক্তির জন্য মানুষের বাড়তি মনোযোগ, আবেগ ও সহানুভূতি ‘প্লাস পয়েন্ট’ হিসেবে কাজ করবে বলেও মনে করেন তারা।

http://www.anandalokfoundation.com/