মেহের আমজাদ,মেহেরপুর (১৮-১০-১৮): মেহেরপুরে জাগো মেহেরপুরের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে ।
বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত জাগো মেহেরপুরের উপদেষ্টা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল আলম,সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, প্রধম আলো বন্ধু সভার জেলা উপদেষ্টা ডা.আবুল বাশার,অবসরপ্রাপ্ত শিক্ষক মামনুর আহাম্মেদ, ফজলুল করিম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাগো মেহেরপুরের মূখ্যপাত্র সোয়েব রহমান। অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠক শওকতারা মিমি, রাহিনুজ্জামান পলেন, মানিক হোসেন প্রমূখ। পরে কেক কেটে জাগো মেহেরপুরের জন্মদিন পালন করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।