আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: জাকের পার্টির চেয়ারম্যান পীরজ¦াদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের নির্দেশে ফরিদপুরের সালথায় করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার সদর বাজারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের উপস্থিতিতে খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাকের পার্টির সভাপতি ছরোয়ার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, সাংগঠণিক সম্পাদক সোনা মিয়া, জেলা যুবফ্রন্টের সভাপতি মোঃ মাকছুদুর রহমান, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দিন খান, উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহরিয়ার জুয়েল, সাধারণ সম্পাদক বেনজামিন বেনু, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার মল্লিক প্রমুখ। পরে উপজেলার কর্মহীন হয়ে পড়া অসহায় ১৩০ জনের প্রতিটি পরিবারের বাড়িতে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ২কেজি আলু ও ১কেজি করে লবন পৌঁছে দেন উপজেলা ছাত্রফ্রন্টের নেতাকর্মীবৃন্দ।
খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া বলেন, সরকার সারাদেশে ত্রান বিতরণ করছেন। তাই সালথা উপজেলা প্রশাসনের সাথে সম¤œয় করে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় ১৩০টি পরিবারের মাঝে মঙ্গলবার সকালে জাকের পার্টির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ঈদের আগ পর্যন্ত উপজেলায় মোট ৫শত অসহায় পরিবারের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। জাকের পার্টি দুঃসময়ে মানুষের পাশে আছে এবং থাকবে।