14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে বিজয় রায়ের জমি রাতের আধারে দখল

Link Copied!

জমি রাতের আধারে দখল ।।  রংপুর সিটির ৪নং ওয়ার্ডের আমাশু মৌজায় ১৮ শতাংশ জমির উপর আদালত কর্তৃক ফৌঃ কাঃ বিঃ ১৪৪/১৪৫ ধারা জারী থাকা সত্বেও রাতারাতি জমির প্রকৃতি পরিবর্তন ও জবর-দখলের অভিযোগ করেছেন জমির ক্রয়কৃত মালিক শ্রী বিজয় রায়।  বিজয় রায়ের জমি রাতের আধারে দখল

আদালতের গত ০৬/০৮/২০২৩ইং তারিখের আদেশনামা সূত্রে জানা যায় যে, রংপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের মিছ পিঃ নম্বর-৪৯২/২৩(শ্রী বিজয় চন্দ্র রায় বনাম রোকন উদ্দিনসহ ১০জন) উল্লেখ করে ফৌঃ কাঃ  বিঃ ১৪৪/১৪৫ ধারা জারী করেন, ইহাতে আদালত রংপুর সদর সহকারী কমিশনারকে ২৩/১০/২০২৩ তারিখের মধ্যে সমস্ত বিষয়াদি দফাওয়ারি উল্লেখপূর্বক স্কেচম্যাপসহ পূর্ণাঙ্গ/বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য আদেশ করেন-

এবং  সংশ্লিষ্ট পশুরাম থানা ইনচার্জ কে- ভূমির বর্তমান দখলকারের দখল অক্ষূন্ন রেখে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত ভূমি নিয়ে যাতে কোন শান্তি ভঙ্গ না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু মামলার বাদী বিজয় রায় পুলিশ প্রশাসনের অসহযোগিতার জন্য প্রশাসনের প্রতি অন্তোষ-প্রকাশ করে বলেন যে, উক্ত জমি আমার ক্রয়কৃত যাহার মূল দলিল,খাজনা-খারিজ, মাঠ রোকড সকল কাগজপত্রাদি পরিস্কার আছে, কিন্তু প্রশাসনের অসহযোগিতায়- মহামান্য আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও আমার প্রকৃত মালিকানা সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে!

আরও জানা যায় যে, বাদী শ্রী বিজয় রায় রংপুর সিটির আমাশু মৌজার একজন সাধারন স্টেশনারী ব্যবসায়ী  ও বিবাদী একই মৌজার আ ন ম রোকন উদ্দীন একজন প্রশাসনের অবসর প্রাপ্ত কর্মকর্তা। বাদী জানান যে,  অবসর প্রাপ্ত ঐ রোকন উদ্দীন বহুবার-অনেকদিন ধরে বিভিন্ন প্রশাসনিক অপপ্রয়োগে জমিটি জবর দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জমির কাগজপত্র সূত্রে জানা যায় যে,  মৌজা- আমাশু, জে এল-৬৪, সিএস খতিয়ান নম্বর-২৭৯, এস এ খতিয়ান- ২৯৮, বিএস খতিয়ান-১৬০৩ ও ৮৪১, খারিজ খতিয়ান- ৮৩০, সিএস দাগ-৫৭২ ও ৫৭৩, হাল দাগ-১২১৮, জমির পরিমান ৭৮ শতকের মধ্যে ১৮ শতাংশ। বাদী সূত্রে জানা যায় যে, জমিটি স্থানীয় দরদামের ভিত্তিতে রংপুর সদর সাবঃ রেজিঃ অফিসে ২৯/১১/২০১৮ইংতারিখে দলিলকরণ(তিন জনের নামে) হয় যাহার নম্বর-১৯৬৩৭/১৮।  এর পর হাসিবুলের ৮ শতাংশটি বিজয় রায় স্থানীয় বাজার মূল্যে ২৬/০৮/২০১৯ইং তারিখ ক্রয় করেন যাহার দলিল নং-১৩৭৬৪, রাষ্ট্রী ভূমি আইনুযায়ী জমিটি খারিজ করা সম্পন্ন হলে জমির মালিক কৃষ্ণ রায় ও বিজয় রায় ভূমি উন্নয়ন কর অনলাইনের মাধ্যমে পরিশোধ করে- যাহা যাচাইয়ান্তে- ভূমি অফিস ডিজিটাল রশিদ প্রদান করেন- যাহাতে খতিয়ান নং-১৮১৩, দাগ নং ১২১৮, পরিমান ১৮(আঠার) শতক স্পষ্টলিপিবদ্ধ আছে, তারিখ- ৩০জুলাই ২০২৩ইং।

জমিটির মামলার তথ্যে আর জানা যায় যে, রোকন উদ্দীনের ভাই এ এস এম সাইফুল ইসলাম(রিপন) উক্ত জমিটির বিষয়ে ১৪৪ ধারার আদেশের জন্য ২০১৯ সালে আদালতে আর্জি দাখিল করেন, কিন্তু প্রকৃত জবাবের অভাবে ১৪৪ধারার আর্জিখানা খারিজ হয়; অতপর রোকন উদ্দীনের পক্ষ মামলা প্রত্যাহার করেন, যাহার নং এম.আর-৯৬/২০। পরক্ষণে রোকন উদ্দীনের পক্ষ প্রতিহিংসা মূলকভাবে রোকড পরিবর্তনের জন্য আদালতে মোকদ্দমা দায়ের করেন যাহার নম্বর-৫৩/২০(চলমান)। এর মধ্যে থানায় একাধিক বার জমি উদ্ধার ও নিরাপত্তার বিষয়ে জিডি ও  অভিযোগ করেছেন জমির প্রকৃত মালিক কৃষ্ণরায় ও বিজয় রায়।

গত আগস্ট মাসে রোকন উদ্দীনের লোকজন আবারও বিজয় রায় ও কৃষ্ণ রায়ের ক্রয়কৃত জমি জবর-দখলের পরিকল্পণা ও অপচেষ্টা দৃশ্যমান হলে বিজয় রায় আইনের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস রেখে (প্রয়োজনীয় দলিলাদি সংযুক্ত পূর্বক) আদালতে ১৪৪/১৪৫ আদেশের জন্য মিছঃ পিঃ দাখিল করেন, বিজ্ঞ আদালত ৪৯২/২৩মূলে ০৬/০৮/২০২৩ইং তারিখে আদেশনামা জারি করেন।  কিন্তু বাদী বিজয় রায় জানান যে, সহকারী কমিশনার সাহেব প্রতিবেদন দাখিলের আগেই অভিযুক্তরা নিজ নামে সাইবোর্ড ও ইট-বালু দিয়ে জমির প্রকৃতি পরিবর্তন করেছেন, যাহা বিজ্ঞ আদালতের আদেশনামার পরিপন্থী! এবং ভয়ভীতি দেখিয়ে রাতারাতি জবর দখলের অপচেষ্টা চালাচ্ছে, তিনি আরও জানান যে, পুলিশ প্রশাসনের তেমন কোন আশানুরুপ পুলিশি সহযোগিতা পাওয়া যাচ্ছে না! এবং আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছি।।

http://www.anandalokfoundation.com/