14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গি-রাজাকারের সঙ্গত্যাগ না হলে বিএনপির কোনো ভবিষ্যৎ নেই

admin
September 12, 2018 9:35 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  ‘জঙ্গি-জামাত-রাজাকার-খুনিদের সঙ্গ না ছাড়লে বিএনপি’র কোনো ভবিষ্যৎ নেই। কারণ যতদিন বিএনপি এই অপরাধীদের সাথে নিয়ে বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, ততদিন জনগণ তাদের প্রতিহত করবে।’ বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ বুধবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অভিষেক ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।
‘শেখ হাসিনার সরকার কুসংস্কারমুক্ত এবং জ্ঞান-বিজ্ঞানের সকল শাখার চর্চায় সহযোগিতার ছাতা ধরে রাখে’ উল্লেখ করে মন্ত্রী তার বক্তৃতায় জ্যোতিষীদের প্রশংসা করে বলেন, জ্যোতিষীরা অতীত ও বর্তমানের পূর্বাপর বিশ্লেষণ করে মানুষ ও সমাজকে ভালো কাজে উদ্বুদ্ধ করেন, খারাপ থেকে সতর্ক করেন ভবিষ্যৎ সম্পর্কে সচেতন করেন।
হাসানুল হক ইনু বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন ভবিষ্যৎদ্রষ্টা। তিনি দেখেছিলেন, পাকিস্তানের ভেতরে বাংলাদেশ যায়না। তার নেতৃত্বেই আমরা আজ স্বাধীন। একইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেখেছিলেন, সামরিক শাসনের সাথে গণতন্ত্র যায়না। তার নেতৃত্বেই আজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাচ্ছে।’
‘অপরদিকে বিএনপি এবং দন্ডিত খালেদা জিয়া অতীতে যেমন রাজাকার ও বঙ্গবন্ধুর খুনিদের প্রশ্রয় দিয়েছে, এখনও জঙ্গি-জামাত-আগুনসন্ত্রাসীদের লালন করছে। এ কারণেই দেশের বিপদ এখনও কাটেনি। তাদের হাত থেকে দেশকে দেশের পথে রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারকেই জয়যুক্ত করতে হবে।’
এস্ট্রোলজার্স সোসাইটির সভাপতি ড. মোঃ নুরুল ইসলাম বকতিয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার আলবার্ট বাড়ৈ, ড. অশোক গুপ্ত, সুবীর কুশরী প্রমূখ।
http://www.anandalokfoundation.com/