14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

‌বরিশালে ৩য় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন প্রধান শিক্ষক মন্নানের

Rai Kishori
December 21, 2021 8:45 am
Link Copied!

‌বরিশালে ৩য় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ প্রধান শিক্ষক মন্নান হাওলাদার (৫০) এর বিরুদ্ধে।

ব‌রিশাল নগরীর সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে আদালতে জবানবন্দি দিয়েছে নির্যা‌তিতা ৩য় শ্রেণির ছাত্রী।

সোমবার (২০ ডিসেম্বর) বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পলি আফরোজ ওই ছাত্রীর জবানবন্দি গ্রহণ শেষে তাকে তার নানির জিম্মায় দেন। একইসঙ্গে অভিযুক্ত শিক্ষক মন্নান হাওলাদারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আদালত সূত্র জানায়, গত রোববার (১৯ ডিসেম্বর) কাউনিয়া থানায় মামলা দায়ের করেন সাপানিয়া এলাকার বাসিন্দা হৃদয় খান।

অভিযোগে তিনি বলেন, তার বোন ঢাকায় থাকায় তার ভাগ্নী তাদের বাড়ি থেকে পড়াশোনা করে। সে সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে পড়ে। গত ১৮ ডিসেম্বর সকালে তার ভাগ্নী বিদ্যালয়ে যায়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মান্নান তাকে ডেকে ৫ম শ্রেণির কক্ষে নেয়। তার সঙ্গে বিভিন্ন ধরনের অসংলগ্ন কথাবার্তা বলে। একপর্যায়ে তাকে বুকে জড়িয়ে ধরে এবং বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত বুলিয়ে যৌন নিপীড়ন করে। ছাত্রী চিৎকার করলে মান্নান লাইব্রেরিতে চলে যায়। এ ধরনের অভিযোগ দায়ের হলে থানা পুলিশ অভিযুক্ত মন্নানকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় এবং ভিকটিমকে ঘটনার সত্যতার বর্ণনা দিতে আদালতে পাঠায়। ভিকটিম ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগের সত্যতামূলক জবানবন্দি দেয়।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ কাউ‌নিয়া থানার ও‌সি আব্দুর রহমান মুকুল বলেন, শিশুটির জবানবন্দি গ্রহণ শেষে আদালত শিশুটিকে নানীর জিম্মায় এবং অভিযুক্ত শিক্ষককে জেল হাজতে পাঠিয়ে দেন। এ ধরনের ঘটনা ঘটতে থাকলে শিক্ষকের প্রতি মানুষের শ্রদ্ধা উঠে যাবে। এসব কর্মকাণ্ডের সঠিক বিচার হওয়া দরকার।

http://www.anandalokfoundation.com/