স্টাফ রিপোর্টারঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ছাত্রলীগের কোনো কর্মী জড়িত নয় বলে দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। এস এম জাকির হোসাইন সোমবার বলেন, ‘শিক্ষকরা সব সময় আমাদের কাছে পূজনীয়। ছাত্রলীগ কখনোই কোনো শিক্ষককে লাঞ্ছিত তো দূরের কথা, স্যারদের অসম্মান হয় এমন কিছু করেনি।
সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়েও রবিবারের অপ্রীতিকর ঘটনায় ছাত্রলীগের কোনো নেতা-কর্মী জড়িত নন। জাকির বলেন, ‘আমরা তারপরও পূর্ণ তদন্ত করবো। ছাত্রলীগের কোনো কর্মীর যদি এই ঘটনার সঙ্গে লেশমাত্র সম্পর্ক থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। রবিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে ড. জাফর ইকবালসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি লাঞ্ছিত হয়েছেন। এই ঘটনার জন্য, নিজের মরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন ড. জাফর ইকবাল।
উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনকারী শিক্ষকদের ওপর রবিবার হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা। ছাত্রলীগের নেতাকর্মীরা ভিসির পক্ষ নিয়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে হাতাহাতি করেন ও অকথ্য ভাষায় গালি দিয়ে টেনেহিঁচড়ে শিক্ষকদের সরিয়ে দেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হন প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবালের স্ত্রী পদার্থ বিজ্ঞানের প্রফেসর ড. ইয়াসমিন হক, প্রফেসর ড. মো. ইউনুস, সহকারী অধ্যাপক ফারুক উদ্দিনসহ অনেকে।
এ বিষয়ে সহকারী অধ্যাপক ফারুক উদ্দিন বলেন, ‘আমাদের সঙ্গে ছাত্রলীগ যা করেছে তাতে আমরা হতবাক। কয়েকজন শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে ১২ এপ্রিল থেকে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’র ব্যানারে আন্দোলন শুরু করেছেন শিক্ষকদের একাংশ।