ছাতক প্রতিনিধিঃ ছাতকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৫ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত আমিনুল হক (৩৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ছাতক সদর ইউনিয়নের মানসিনগর গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, গ্রামের গোলাম আম্বিয়ার ডোবায় পাম্প মেশিন বসিয়ে পানি শুকিয়ে মাছ ধরতে যায় একই গ্রামের আবু সুফি, মিজানুর রহমান হাসনু, শাহীনুরসহ কয়েকজন লোক। মাছ ধরার সময় গোলাম আম্বিয়ার পুত্র আমিনুল হক তাদের বাঁধা দিলে প্রতিপক্ষরা তার উপর হামলা চালায়।
এসময় তাকে রক্ষা করতে এসে তার পরিবারের লোকজনও হামলার শিকার হয়। হামলায় আমিনুল হক (৩৫), গোলাম আম্বিয়া (৬৫) ও গোলাম কদ্দুছ (৫৫), রিয়াদ (২৫), সাদিক (২৮) আহত হয়। আহত ৪ জনকে ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে ছাতক থানার এসআই সৈয়দ আব্দুল মান্নান ঘটনাস্থলে পৌছে হামলায় ব্যবহৃত ১টি রাম-দা, ১টি কাটা-দা উদ্ধার ও পাম্প মেশিন জব্ধ করে থানায় নিয়ে আসেন।
ছাতক থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।