14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে দুর্নীতি বিরোধী সমাবেশ ও মানববন্ধন

admin
December 10, 2018 7:58 pm
Link Copied!

ছাতক প্রতিনিধিঃ ছাতকে দূর্নীতি বিরুধী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালস করা হয়েছে।

‘আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে প্রেক্ষাপট নিয়ে আলোচনার নিমিত্তে শিক্ষাথীদের সমাবেশ, জাতীয় সঙ্গীত পরিবেশনা, গনস্বাক্ষর গ্রহন, দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

এসব অনুষ্ঠানে শিক্ষার্থী-শিক্ষক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সরকারী, বেসরকারী কর্মকর্তা কর্মচারীসহ সকল শ্রেনী পেশার লোকজন অংশগ্রহন করেন। রোববার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

সহকারী কমিশনার ভূমি সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাকির আমিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান খান, খাদ্য কর্মকর্তা শাহাব উদ্দিন, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস।

http://www.anandalokfoundation.com/