স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কালীগঞ্জ বারবাজারে করোনা পরিস্থিতির সংক্রমণ রোধে কর্মহীন, দরিদ্র, অসহায়, দিনমজুর শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
তিনি উপজেলার ৯নং বারবাজার ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে প্রকৃত অসহায় দরিদ্রদের হাতে তুলে দিচ্ছেন খাদ্য সামগ্রী।
বুধবার দুপুর থেকে বিকাল সাড়ে ৫ টা পর্ষন্ত ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে মানুষদের নিরাপদ দূরত্বে দাঁড় করিয়ে ১২৮ জন কর্মহীন ও হতদরিদ্র মানুষকে দিয়েছেন খাদ্য সামগ্রী প্যাকেট। তার দেওয়া প্রতিটি প্যাকেটে রয়েছে, ১০ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, আধা কেজি তেল, আধা কেজি রসুন, আধা কেজি পিয়াজ, আধা কেজি লবন ও ১ টি সাবান।
বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সুমন হোসেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, বাবু ও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বৃন্দ।
এসময় চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন দেশের করোনা পরিস্থিতির সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা মানতে দিনমজুর শ্রমজীবী মানুষরা কর্মহীন হয়ে পড়েছে। ফলে এইসব কর্মহীন, দরিদ্র, অসহায়, দিনমজুর শ্রমজীবীরা মানবতার জীবন-যাপন করছে। এইজন্য তাদের পরিবারের মুখে খাবার তুলে দিতে আমাদের সবারই এগিয়ে আসতে হবে। লকডাউন চলাকালীন সময়ে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়াসহ সরকারী সকল নির্দেশনা মেনে চলতে সকলের প্রতি আহবান জানান এই জনপ্রতিনিধি।
তিনি আরও বলেন ৯নং বারবাজার ইউনিয়নে এই পর্ষন্ত ১২৬৫ জন কর্মহীন ও হতদরিদ্র মানুষকে খাদ্য সামগ্রী প্যাকেট দেওয়া হয়েছে ।