14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চোখ বন্ধ করে ধোনির সিদ্ধান্তের ওপর আস্থা রাখি: কোহলি

admin
November 5, 2017 12:53 pm
Link Copied!

স্পোর্টস ডেস্কঃ ভারত দলের হয়ে দু’জনই খেলেন খুব ভালো। একজন বর্তমান ভারত অধিনায়ক, আর অন্যজন হলেন সাবেক অধিনায়ক। উইকেটের পেছন থেকে আউটের আপিল করে ধোনি একবার হাত তুললে, ডিআরএস নিতে দ্বিধা করেন না কোহলি।

চোখ বন্ধ করে ধোনির সিদ্ধান্তের ওপর আস্থা রাখেন বিরাট। শুধু ডিআরএসের সময়ই নয়, আরো এক ক্ষেত্রেও চোখ বন্ধ করে ধোনির ওপর ভরসা করেন কোহলি। সম্প্রতি ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স’ নামের এক চ্যাট শো-এর অতিথি হিসেবে এসে ধোনির ভূসয়ী প্রশংসা করেন কোহলি।

ওয়ান ডে ক্রিকেট ক্যারিয়ারে কোন ব্যাটসম্যানের সঙ্গে বাইশ গজে পার্টনারশিপ বেশি স্ট্রং এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রোহিত শর্মা, শিখর ধাওয়ানদের সঙ্গে গড়া পার্টনারশিপের উল্ল্যেখ করেন কোহলি। তবে বাইশ গজে ধোনির সঙ্গে বন্ডিংকেই উপরে রাখলেন কোহলি।

ভারত অধিনায়ক বলেন, ‘বিপক্ষের বিরুদ্ধে রান চুরি করার সময় উল্টো দিকে ধোনি থাকলে কোন চিন্তা করতে হয় না। এমন কী ধোনি যদি কোনো ক্ষেত্রে দু’রান নিতে বলে, চোখ বুঝে ওর সিদ্ধান্তের ওপর ভরসা করি। আমি জানি ঠান্ডা মাথায় ধোনি মুহূর্তেই একরানকে দু’রানে পরিণত করতে পারে।’

কোহলি আরো বলেন, ‘ক্যাপেন্সি ছাড়ার পরেও মাঠে ধোনির মতামত দশের মধ্য আটবার কাজে লেগে যায়।
ওর মতো বরফ শীতল ক্রিকেটিং মস্তিষ্ক আর কারো আছে বলে মনে করি না।’

http://www.anandalokfoundation.com/