বিএনপি থেকে বহিঃস্কৃত বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে মঙ্গলবার বিকেলে চন্দ্রমোহন বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। সবশেষে স্থানীয় রুস্তুম মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ কাজীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই খান, ইউনিয়ন যুবদলের আহবায়ক আলী আহম্মেদ ডেবিট, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুবাইদুর রহমান মুন প্রমুখ।
বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি সব ধরনের নির্বাচন বয়কটের ঘোষণা করা সত্বেও দলের সিদ্ধান্ত উপেক্ষা করে সিরাজুল হক নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান হয়েছেন। এরপর তাকে বিএনপি থেকে বহিস্কার করা হয়। পরবর্তী সময়ে সিরাজুল হক আওয়ামী লীগের সাথে আতাত করে চলেছেন। বক্তারা আরও বলেন, আওয়ামী শাসন আমলে বিএনপির নেতাকর্মীদের হয়রানির সাথে সিরাজুল হক সরাসরি যুক্ত ছিলেন। তাই আমরা অবিলম্বে ইউপি চেয়ারম্যান পদ থেকে সিরাজুল হকের অপসারণের দাবি করছি।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সিরাজুল হক বলেন, আমাকে স্থানীয় রাজনৈতিক প্রতিদ্বন্ধী মনে করেই সদর উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান মিন্টুকে ব্যবহার করে আমার বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে একটি মিথ্যা মামলা দায়ের করিয়েছেন। বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।