আবুল কালাম আজাদ, যশোর : যশোরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত চারজনের মধ্যে শার্শার এক নারী (৩২) রয়েছেন। তিনি একজন স্বাস্থ্যকর্মী। একটি ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র তার কর্মস্থল হলেও তিনি করোনা-কালে বেনাপোল ইমিগ্রেশনে কাজ কর ছিলেন।
অন্য তিনজনের মধ্যে দুইজন চৌগাছার; আরেকজন সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার বাসিন্দা (২৪)। চুড়ামনকাটির যুবক ৪দিন আগে ঢাকা থেকে ফিরেছেন। তিনি সেখানে একটি গার্মেন্টে কাজ করতেন বলে জানিয়ে স্থানীয়রা বলছেন, ওই তরুণ তারা জোর করে হাসপাতালে ভর্তি করেছিলেন।
স্থানীয় সূত্রগুলো জানায়, শার্শার ওই নারী লক্ষ্মণপুর উপস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে ইমিগ্রেশনগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। দেশের প্রধান স্থল ইমিগ্রেশন বেনাপোলে সেই সময় আশপাশের স্বাস্থ্যকর্মীদের নিযুক্ত করা হয় বাংলাদেশ-ভারত যাতায়াতকারীদের স্বাস্থ্য পর্যবেক্ষণের কাজে। ওই নারী কিছুদিন বেনাপোল ইমিগ্রেশনে এই কাজ করেছেন। যশোরের সিভিল সার্জন অফিস এই তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয়দের ধারণা, বেনাপোল ইমিগ্রেশনে কর্মকালে তিনি কোনো করোনা রোগীর সংস্পর্শে এসে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হন।
অন্যদিকে, চুড়ামনকাটি উত্তরপাড়ার যে তরুণ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, দিন চারেক আগে তিনি ঢাকা থেকে ফেরেন। চুড়ামনকাটিতে তার নানাবাড়ি। পিতৃহীন এই তরুণ নানাবাড়িতেই বেড়ে উঠেছেন। সেখান থেকে তিনি ঢাকার আশুলিয়ায় পোশাক কারখানায় কাজ করতে চলে যান বলে স্থানীয়রা বলছেন।
স্থানীয় কয়েকজনের জানিয়েছে ‘লকডাউনের’ মধ্যে ঢাকা থেকে ফিরে আসায় ওই তরুণের ওপর রুষ্ট হন স্থানীয়রা। শরীরে করোনার কোনো লক্ষণ না দেখা গেলেও স্থানীয়রা তাকে জোর করেই যশোর জেনারেল হাসপাতালে পাঠান।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, ‘ফ্লু কর্নার’-এ ভর্তি করা হয়েছিল ওই তরুণকে। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। যবিপ্রবি ল্যাবে বুধবার সকালে যে ১৩টি নমুনা পজেটিভ বলে শনাক্ত হয়, তার মধ্যে একটি এই তরুণের।
চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না জানান, বিষয়টি জানার পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সেনাবাহিনী এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা চুড়ামনকাটিতে যান। তারা গ্রামটির উত্তরপাড়া লকডাউন করে দেন। এখন ওই তরুণ বাড়িতেই অবরুদ্ধ আছেন।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, এই জেলায় নতুন করে আক্রান্ত চারজনকেই নিজ নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই দায়িত্ব পালন করছে একাধিক মেডিকেল টিম। দরকার হলে রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা পর্যায়ের হাসপাতালে স্থানান্তরিত করা হবে।