দক্ষিণ চীন সাগর থেকে আটক করা মার্কিন ড্রোন ডুবোযান ফেরত দিচ্ছে চীন।
শনিবার পেন্টাগনের তরফ থেকে জানানো হয়েছে, আটক ড্রোনটি ফেরত দিতে রাজি হয়েছে চীন।
তবে কবে ড্রোনটি ফেরত দেয়া হবে সে বিষয়ে বিশেষ কিছু জানায়নি চীনের প্রতিরক্ষা বিভাগ।
চীনের পক্ষ থেকে জানানো হয়, ডিভাইসটি দিয়ে কী ধরনের গবেষণাকাজ করা হয় তা খতিয়ে দেখা হচ্ছে। পরে যথাযথ নিয়মে ডিভাইসটি ফেরত দেয়া হবে।
পেন্টাগনের মুখপাত্র পিটার কুক এক বিবৃতিতে বলেন, উভয়পক্ষের মধ্যে ডিভাইসটি ফেরতের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হবে। ইতিমধ্যে চুক্তিটি পৌঁছানো হয়েছে।
গত বৃহস্পতিবার ড্রোন ডুবোযানটি দক্ষিণ চীন সাগর থেকে আটক করে চীন।
চীনের দাবি, ড্রোনটি তাদের জলসীমা লংঘন করে অনুসন্ধানের কাজ করছিল।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, দক্ষিণ চীন সাগরের জলসীমা আন্তর্জাতিক জলসীমার অংশ। চীনের জলসীমায় তাদের ড্রোন প্রবেশ করেনি। চীন আন্তর্জাতিক জলসীমা থেকেই তাদের ড্রোনটি আটক করেছে।