শোভন দত্ত, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর পাথরঘাটা ব্রিকফিল্ড এলাকায় অভিযান চালিয়ে ৬০০ বোতল ফেন্সিডিল সহ মান্নান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
থানার পাথরঘাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলামের নেতৃত্বে একটি টিম আজ দুপুরে মাদক ব্যবসায়ি ইকবালের কলোনীতে অভিযান চালায়। এই সময় ইকবাল সহ অন্য দু’জন পালিয়ে গেলেও পুলিশ মান্নানকে ৬০০ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে আটক করে। ফেন্সিডিল গুলোর বাজার মূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা। আটক মান্নানের বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন পিপিএম।