কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া বাজার শাখার ডাচ বাংলা এজেন্ট ব্যাংক মালিক ও ম্যানেজার কোটি টাকা নিয়ে নিখোজ। এজেন্ট মালিক আবুল কালাম একজন বিকাশ ব্যবসায়ী, তিনি বর্তমান দামপাড়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ব্যাংক ম্যানেজার রফিকুল ইসলাম সম্পর্কে কালামের শ্যালক।
বিকাশের ব্যবসার সুবাধে গ্রাহকদের বিদ্যুৎ বিল, বিভিন্ন শিক্ষা ভাতা, করোনাকালীন সময়ে প্রনোদনা, কৃষকদের প্রনোদনার টাকা আত্মসাৎ এবং ডাচ বাংলা এজেন্ট ব্যাংকে স্থায়ী আমানত রাখা ভুতভোগী গ্রাহকেরা কালামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন। পরবর্তীতে বিষয়টি ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ জানতে পেরে দামাপাড়া বাজার আউটলেট শাখার সকল কার্যক্রম সাময়িকমভাবে বন্ধ ঘোষনা করেছিলেন এবং ঐ শাখার সকল গ্রাহকদের ডাচবাংলা কারপাশা এজেন্ট শাখা ও নিকলী সদর শাখায় লেনদেন কার্যক্রম করার নির্দেশ দেন। এ বিষয়ে কোন লিখিত অভিযোগ না থাকায় প্রশাসন ও নিকলী থানা পুলিশ কোন আইনী পদক্ষেপ নিতে পারছেনা।
সরেজমিনে ঘুরে জানা যায়, আনুমানিক ৪/৫ বছর পূর্বে এই শাখাটি চালু করেন আবুল কালাম। অনেকদিন যাবত এলাকায় ব্যাংকিং কার্যক্রমের পরিচয়ে আবুল কালাম গ্রাহকদের কাছে পরিচিত হয়েছেন। নিকলী উপজেলার মধ্যে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং লেনদেনের মধ্যে অন্যতম একটি শাখা দামপাড়া বাজার। ডাচ বাংলা ব্যাংকের নির্ধারিত ফরমে কর্তব্যরত ম্যানেজার রফিকুল ইসলামের স্বাক্ষরিত কাগজের মাধমে বিভিন্ন মোটা অংকের স্থায়ী আমানত রাখেন ভুক্তভোগী গ্রাহকরা। ঐ স্থায়ী আমানতের বিপরীতে তফসিলি ব্যাংকের নির্ধারিত মুনাফার চেয়ে বেশী মুনাফা দিয়ে আসছিলো দামপাড়া এজেন্ট ব্যাংক কর্তৃপক্ষ।
গ্রাহকদের লাভের টাকা মুঠোফোনে মেসেজে ও নগদে ধারাবাহিক ভাবে কয়েক মাস যাবত অর্থ প্রদান করে আসছিলো। গত ২০২৩ সালের শেষ দিকে হঠাৎ দামপাড়া আউটলেট থেকে ভুক্তভোগী গ্রাহকদের মোবাইলে মেসেজ ও নগদ অর্থ প্রদান বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ জানার সাথে সাথে উক্ত শাখাটি বন্ধ করে দেন। এর পর পরই ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়।
এহেন পরিস্থিতি সামাল দিতে অভিযুক্ত আবুল কালাম ও রফিকুল ইসলাম গ্রাহকদের স্থায়ী আমানতের মুনাফা ফেরত দেওয়ার আশস্ত করেন। গ্রাহকদের নিশ্চয়তা স্বরুপ নিকলী শাখা অগ্রনী ব্যাংক এর চেকে নির্ধারিত টাকা উল্লেখ সহ আবুল কালামের স্বাক্ষরিত অগ্রীম চেক প্রদান করেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়। কালাম ভুক্তভোগীদের হুমকী দেন এ নিয়ে থানা পুলিশ,প্রশাসন ও সাংবাদিকদের জানালে কারও টাকা ফেরত দেওয়া হবেনা।
সর্বশেষ গত ১৮ ই জানুয়ারি থেকে আবুল কালাম ও ম্যানেজার রফিকুল ইসলাম আত্মগোপনে আছে। ভুক্তভোগী ও এলাকাবাসীর তথ্য মতে জানতে পারি ডাচ বাংলা এজেন্ট দামপাড়া শাখা কর্তৃপক্ষ কোটি টাকার অধিক টাকা নিয়ে আত্মগোপনে চলে গেছেন। অনেকের মতে আবুল কালাম বিদেশে চলে গেছেন বলে জানা যায়।
ভুক্তভোগী প্রতিবন্ধী হোমিওপ্যাথিক চিকিৎসক প্রশান্ত কুমার পাল (সজল ডাক্তার) এ প্রতিনিধিকে জানান তিনি সড়ক দূর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন যাবত পুঙ্গুত্ব বরন করে নিজ বাড়িতে রোগীদের চিকিৎসা প্রদান করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার দুটি মেয়ে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি সোনালী ব্যাংক নিকলী শাখায় দীর্ঘদিন যাবত ফিক্সড ডিপোজিট করে ১৫ লক্ষ টাকা জমিয়েছিলেন। প্রতারক আবুল কালামের প্ররোচনা ও মিথ্যা আশ্বাসে এ টাকা সোনালী ব্যাংক থেকে উত্তোলন করে কালামের ডাচ বাংলা দামপাড়া শাখায় রেখেছিলেন। তিনি কেদে কেদে বলেন আমি এখন শেষ! এভাবে হাও মাও করে কাদলেন।
আরেকজন ভুক্তভোগী বৃদ্ধা উত্তর দামপাড়ার যমুনা বেগম জানান তার আমনতকৃত টাকা কালামের কথায় উচ্চ লাভের আশায় রাখেন। তিনি বলেন এখন আমার কি হবে? আমার সব শেষ।
এছাড়াও অনেক গ্রাহকরা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এর স্বীকার হয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী ও ভুক্তভোগীরা, তারা আরও জানান সর্বমোট আনুমানিক কোটি টাকার উপরে অর্থ আত্মসাৎ করেছেন প্রতারক আবুল কালাম
নিকলী থানার অফিসার্স ইনচার্জ এস.এম শাহাদাত হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ পাপিয়া আক্তার দৈনিক বিজয় বাংলাদেশ প্রতিনিধিকে জানান, যদি ভুক্তভোগী গ্রাহকেরা এজেন্ট মালিক কালাম ও ম্যানেজার রফিকুল ইসলাম এর বিরুদ্ধে অভিযোগ করেন তাহলে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।