14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেড়ায় গ্যাস সিলিন্ডার মেরামত কালে একই পরিবারের ৪ জনসহ ৬ জন অগ্নিদগ্ধ

Rai Kishori
April 16, 2020 5:48 pm
Link Copied!

বেড়া (পাবনা) প্রতিনিধি: গ্যাস সিলিন্ডার মেরামতের সময় অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ৪ জন সহ মোট ৬ জন অগ্নিদগ্ধ হয়েছে। এদের মধ্যে ৫ জনকে আশংকাজনক অবস্থায় বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ সকাল ১১টার দিকে বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লায় আবুল শেখের বাড়িতে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনাটি ঘটে।

গত কাল স্থানীয় গ্যাস সিলেন্ডার বিক্রেতা জাহাঙ্গীরের কাছ থেকে একটি গ্যাস সিলেন্ডার কিনে নিয়ে আসে। গ্যাস সিলিন্ডারে লক থাকা সত্বেও গ্যাস বের হওয়ায় দোকানীকে বাড়ীতে ডেকে নিয়ে যায়। গ্যাস সিলিন্ডার ঠিক করার জন্য বাড়ীর উঠানে নামিয়ে মেরামত করার সময় সিলিন্ডারে লক পিন খুলে যায় এবং সিলিন্ডার থেকে প্রচন্ড গতিতে আগুন নির্গত হয়ে সিলিন্ডার ধরে থাকা ৩ জন ও পাশে থাকা অপর ৩ জন অগ্নিদগ্ধ হয়।

গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়েছেন বাড়ী মালিক আবুল শেখ (৬৫),আবুল শেখের দুই ছেলে কালাম শেখ (৪০) ও কালু শেখ (৩৮),আবুল শেখের নাতী কালাম শেখের ছেলে ঈমন শেখ (১৭),একই গ্রামের মৃত আনছার আলীর ছেলে আলহাজ শেখ(নেতা) (৪০) ও গ্যাস সিলিন্ডার বিক্রেতা বনগ্রাম মহল্লার মৃত আয়ুব আলীর ছেলে জাহাঙ্গীর (৩৮)।

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়,অগ্নিদগ্ধ ৫ জনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে বগুড়া জিয়া মেডিক্যালে পাঠানো হয়েছে । এদের মধ্যে কারও কারও শরীর মারাত্মক ভাবে আগুনে ঝলসে গেছে। ঈমন শেখের অবস্থা সংকটাপন্ন না হওয়ায় তাকে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

http://www.anandalokfoundation.com/