জাতীয়তাবাদী শ্রমিক দল বরিশাল জেলার গৌরনদী উপজেলা শাখার সভাপতি খোন্দকার মহিউদ্দিন আহমেদ (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার ভোরে কাসেমাবাদ গ্রামের নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
একইদিন বাদ আসর কাসেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, বিএনপি’র বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, এড. গাজী কামরুল ইসলাম সজল সহ উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।