13yercelebration
ঢাকা

গৌরনদীতে জাতীয় শোক দিবস পালিত

Link Copied!

নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন সহ সরকারি-বেসরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

পরে উপজেলা প্রশাসন আয়োজনে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন আকন, আব্দুল হালিম সরদার প্রমূখ।

অপরদিকে দুপুর ১২টায় গৌরনদী উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালি বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে অলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. হারিছুর রহমান। বাদ জোহর দোয়া অনুষ্ঠান ও গণভোজের আয়োজন করা হয়।

http://www.anandalokfoundation.com/