বৃক্ষ রোপনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এবং বরিশালের একাধিকবারের শ্রেষ্ঠ গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যানকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গত উপজেলা পরিষদ নির্বাচনের সময় একটি মারামারি ও মোটরসাইকেল সংক্রান্ত পৃথক দুইটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে মিথ্যে ও ষড়যন্ত্রমূলক মামলায় একটানা তিন বারের ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুকে গ্রেপ্তারের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর তার মুক্তির দাবিতে সর্বস্তরের জনতা জোর দাবি তুলেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। ওইসময় অপর চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানের সমর্থকরা উপজেলার বাটাজোর বন্দরে বসে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুকে। বিষয়টি ভিন্নখাতে প্রভাবিত করার জন্য উল্টো তার (পিকলু) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এছাড়াও বিগত আওয়ামী লীগ সরকারের সময় নিজদলের প্রভাবশালী কতিপয় নেতার রোষানলে ইউনিয়ন পরিষদসহ সৈকত গুহ পিকলুর বাড়িতে অসংখ্যবার হামলা চালিয়ে ভাঙচুরসহ তার ছোট ভাইকে কুপিয়ে মারাত্মক জখম ও বৃদ্ধা মাকে মারধর করে আহত করা হয়েছিলো। পাশাপাশি ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুকে হত্যার উদ্দেশ্যে গাড়ি চাঁপা দিয়ে গুরুতর আহত করা হয়।
এসব ঘটনায় রহস্যজনকভাবে তৎকালীন সময় কতিপয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ইন্ধনে উল্টো সৈকত গুহ পিকলু ও তার ছোটভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।