জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জঃ কোন অপ্রীতিকর ঘটনার ছাড়াই উৎসব মুখর পরিবেশে জেলা পরিষদ নির্বাচনে গোলাপগঞ্জ উপজেলার আওতাধীন ১০ নং ও ১১ নং ওয়ার্ডের দুটি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।ফলাফলের জন্য কেন্দ্রগুলো বাহিরে অপেক্ষায় রয়েছেন প্রার্থীরা ও উৎসুক জনতা।
১০ নং ওয়ার্ডের গোলাপগঞ্জ কোয়ালিটি স্কুল ও ১১ নং ওয়ার্ডের আল এমদাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, এ কেন্দ্রগুলোর বাহিরে শত শত উৎসুক জনতা ভীড় জমিয়েছেন কাঙ্গিত ফলাফল জানতে।সকাল ৯ টা থেকে শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত টানা পাচ ঘন্টা এ দুটি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণের পর এখন চলছে ভোট গণনা।
গোলাপগঞ্জ উপজেলার আওয়াতাধিন দুটি ওয়ার্ডে ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার পুরুষ ভোটার ১০৮ ও মহিলা ভোটার ৩৭ জন ও নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, সাধারণ কাউন্সিলর, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার সহ মোট ১৪৭ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
গোলাপগঞ্জ উপজেলার আওতাভুক্ত ১০নং ওয়ার্ডে বাঘা ইউনিয়ন আ’লীগ নেতা স্যায়িদ আহমদ সুয়েদ (ক্রিকেট ব্যাট) , বিএনপির ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট মামুন আহমদ রিপন(ঘুড়ি), পৌর বিএনপি নেতা হাসান এমাদ (উটপাখি) , আওয়ামীলীগের উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনুছুর আহমদ(হাতি), ফুলবাড়ী ইউনিয়ন আ’লীগ নেতা আব্দুল হানিফ খাঁন (বৈদ্যুতিক পাখা) ও আ’লীগের এডভোকেট নেমার আলী (টিউবওয়েল),গোলাপগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন (অটোরিকশা) ও আব্দুল হক বাবুল (তালা) প্রতিকে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
১১ নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থী এডভোকেট মুজিবুর রহমান মুজিব (ঘুড়ি), কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সৈয়দ হাসিন আহমদ মিন্টু( বেহালা), ভাদেশ্বর ইউনিয়ন আ’লীগ সভাপতি লুৎফুর রহমান (তালা), আ’লীগ সমর্থিত আব্দুল কাইয়ুম বিলু (বৈদ্যুতিক পাখা), মো:রফিক উদ্দিন (হাতি) , মাহমুদ আলী (ক্রিকেট ব্যাট) ও মাহমুদুর রহমান লায়েক (অটোরিকশা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী আ’লীগের উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা(হরিণ), রোকেয়া আক্তার চৌধুরী (বই), তাহেরা বেগম, হাসিনা বেগম(ফুটবল) প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।