14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

“গাছ লাগাও ত্রাণ নাও” সরকারি ত্রাণ পেতে ত্রাণগ্রহীতাকে লাগাতে হবে ৫টি গাছ

Rai Kishori
April 21, 2020 7:28 am
Link Copied!

গাছ লাগাও ত্রাণ নাও। প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে সরকারি ত্রাণ নেয়ার ক্ষেত্রে ত্রাণগ্রহীতাকে কমপক্ষে পাঁচটি গাছ লাগাতে হবে। এমন নির্দেশনা দিয়ে নতুন করে ত্রাণ বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

সোমবার (২০ এপ্রিল) দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের অনুকূলে এই বরাদ্দ দিয়ে মন্ত্রণালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

বরাদ্দের চিঠিতে বলা হয়, ত্রাণ সামগ্রী হিসেবে শাক-সবজি কিনে বিতরণ করা যেতে পারে। প্রত্যেক ত্রাণ গ্রহণকারী কমপক্ষে পাঁচটি করে গাছ লাগাবেন।

এছাড়া নতুন করে কর্মহীন ও দুস্থদের জন্য মানবিক সহায়তা হিসেবে আরো ৪ কোটি ৭০ লাখ টাকা বিতরণ ও ১ কোটি ৬০ লাখ শিশু খাদ্য কেনার বরাদ্দ দেয়া হয়েছে। আর ৯ হাজার ৬০০ টন চালও বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়।

ত্রাণ বরাদ্দের আদেশে বলা হয়, জেলা প্রশাসকরা দুর্যোগ পরিস্থিতিতে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা অনুসরণ করে এ বরাদ্দ বিতরণ করবেন এবং প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ করবেন। এছাড়া সিটি করপোরেশন এবং পৌর এলাকায় বেশি সংখ্যক কর্মজীবী মানুষ বসবাস করেন বিধায় জেলা প্রশাসকদের বরাদ্দের ক্ষেত্রে সিটি করপোরেশন ও পৌর এলাকাকে বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে।

http://www.anandalokfoundation.com/