14rh-year-thenewse
ঢাকা আজ সোমবার আগস্ট 11, 2025
আজকের সর্বশেষ সবখবর

গল ব্লাডার ক্যান্সারের হাত থেকে মধ্যম রানীকে বাঁচাতে ছেলের আকুতি

Rai Kishori
August 4, 2019 12:18 am
Link Copied!

উত্তম কুমার রায়ঃ ঠাকুরগাঁও বালিয়াডাংগী উপজেলার গোয়াল কারি গ্রামের গৃহিণী মধ্যম রানী সিংহ। স্বামী দেবেন সিংহ ।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে মাধব সিংহকে নিয়ে গরিবহালে সুখেই ছিল তারা । লেখাপড়া শেষে ছেলে দেশ ও দশের জন্য কিছু করবে এমনটাই সপ্ন ও আশা ছিল। মাসখানেক আগে মা অসুস্থ হলে ফ্রেন্ডস্ এ্যাপোলো আধুনিক হাসপাতাল ঠাকুরগাঁও ভর্তি করেন তাকে। কিন্তুু শারিরীক সুস্থতা না হয়ে অবনতি হলে রংপুর পপুলার ডায়াগনস্টিকে নিয়ে আসে । বর্তমান সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন ।

এমন অবস্থায় মধ্যম রানী সিংহ জানতে পারেন সে দূরারোগ্য ব্যাধি গল ব্লাডার ক্যান্সারে আক্রান্ত। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই মুহূর্তে তাকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জরুরি প্রয়োজন। যা খরচ হতে পারে১২-১৫ লক্ষ টাকা।

এতে সব সপ্ন আশা পুড়ে ছারখার হয়ে যায় মধ্যম রানীর। চোখের জল ফেলা ছাড়া কিছুই করার নেই। স্বামী দেবেন সিংহের যতটুকু ফসলি জমি আছে তা বিক্রি করেও এত টাকা জোগাড় করা সম্ভব নয়।

এমতাবস্থায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্টাডিজ অনুষদের মেধাবী ছাত্র মাধব সিংহ মাকে বাঁচাতে আর্থিক সহযোগীতার জন্য হাবিপ্রবির বন্ধুবান্ধবদের জানিয়েছেন। তাছাড়াও সমাজের সহৃদবান, বৃত্তবান, এনজিও এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় হতে চিকিৎসার ব্যয়বার লাঘবের জন্য একান্তই সহযোগিতা চেয়েছেন।

মধ্যম রানী সিংহকে সহযোগিতার জন্য যোগাযোগ ঠিকানাঃ-
মাধব সিংহ
রুপালি ব্যাংক
হিসাব নাম্বার-৯৩৩৪
হাবিপ্রবি শাখা।
প্রোয়জনে…
০১৭৬১৩০২৮০৭

http://www.anandalokfoundation.com/