ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জেলার হত-দরিদ্র মানুষের জন্য করোনা পরিস্থিতিতে আবারও ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে মঙ্গলবার থেকে সারা দেশে রাস্তায় থাকবে সেনা বাহিনী। সেনাবাহিনী জেলা ম্যাজিস্ট্রেটদের আইনি কর্মকান্ড সহযোগিতা করবেন।
কিন্তু বাংলাদেশের দরিদ্র মানুষ যারা দিন আনে দিন খায় তাদের কি ঘরে বসে থাকলে পেট চলবে? কিন্তু দেশে বর্তমানে যে অবস্থা তাতে করোনা আক্রান্ত একটি মানুষ যেন একেকটি সুইসাইড বোম্ব। সে যার সংস্পর্শে আসবে এই মরণঘাতী রোগে তাকেই পাকড়াও করবে।
ইতোমধ্যে ঝিনাইদহের জেলা প্রশাসন ও প্রশাসক মহোদয় ঝিনাইদহের মানুষ যাতে করোনার হাত থেকে নিরাপদ থাকেন, দ্রব্যমূল্য যেন সাধারণ ও দরিদ্র মানুষের ক্রয় ক্ষমতার বাইরে না যায় সেই কারণে অসাধু ব্যবসায়ীদের রুখতে ১০টি টিম ও প্রত্যেক উপজেলা প্রশাসনকে দিয়ে মাঠে কাজ করাচ্ছেন। তিনি বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রস্থদের আগামী কয়েকমাস কিস্তি আদায় থেকে বিরত থাকার জন্যেও পদক্ষেপ নিয়েছেন।
সোমরবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি ঘোষণা করেন দিন আনা দিন খাওয়া ও অনাহারী মানুষকে জেলা প্রশাসনের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে উল্লেখ করেন। এইজন্য জেলা প্রশাসনের দেওয়া একটি মোবাইল নাম্বারে অসহায় দরিদ্র মানুষের পক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে।
যোগাযোগঃ
জেলা প্রশাসকঃ ০১৭১৫ ২১৩০৪১
নেজারত ডেপুটি কালেক্টরঃ ০১৭৬৭ ৬২৭৫৮৪
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাঃ০১৭১৬ ৮৬৭১৮১
উপরের নাম্বার গুলিতে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়াও জেলার ও দেশের ধর্ণাঢ্য ব্যক্তিদের দরিদ্র অসহায় মানুষদের পাশে দাড়াতে অনুরোধ করেছেন তিনি।