স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: কালীগঞ্জে সিআইজি সদস্যদের মাঝে গবাদী পশু ও হাঁস-মুরগী সহ বিভিন্ন উপকরন সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে বিতরন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। অনুষ্টানের মাধ্যমে সিআইজি চাষীদের মধ্যে বিনামূল্যে ১৮ টি গাভী, ১২ টি ছাগল ও ২০ টি মুরগীসহ ওইসব পালনে খাদ্য সহ প্রয়োজনীয় সকল উপকরন প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে এ অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী ও মহিলা ভাইচ চেয়ারম্যান শাহনাজ পারভিন।
অনুষ্টানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ এ.এস.এম আতিকুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, খামারী সিআইজি সভাপতি জহুরুল ইসলাম ও মহিলা সিআইজি সদস্যা আল্লাদি বেগম। শেষে অতিথিবৃন্দগন কালীগঞ্জের খামারী সিআইজি চাষীদের বিনামূল্যে গাভী, ছাগল ও মুরগীসহ উপকরন সামগ্রী প্রদান করা হয়।